॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলাধীন চার ইউনিয়নের মনোনীত হত দরিদ্রদের মাঝে সোলার প্যানেল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) জেলা পরিষদ বিশ্রামাগারে এই সামগ্রী বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় অর্থায়নে জেলা পরিষদের এ প্রকল্প বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবর্তক চাকমা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমা, ইউপি সদস্য পল্লব দেওয়ান, বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি কৃষ্ণ মোহন চাকমা প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে, তাই যারা তৎকালীন সময়ে চুক্তির বিরোধিতা করেছিলেন তারা আবার আগামীতে ছুটে আসবে ভোটের জন্য। চুক্তির বিরোধিতাকারীরা ক্ষমতায় আসলে দেশের কোন উন্নয়ন হবেনা নিজেরা লুটপাট করে খাবে এমনটাই