জুরাছড়ি উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

336

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলার মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। বুধবার (২৩ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, অফিসার ইনচার্জ জুরাছড়ি থানা মোঃ শফিউল আজম, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সভায় উপজেলা চেয়ারম্যান সুরেশ কমুার চাকমা বলেন, জুরাছড়ি উপজেলা একটি শান্তপ্রিয় উপজেলা, হঠাৎ গত ১৩ জুন স্থানীয় প্রথাগত কার্বারী পাত্তর মনি চাকমা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এর ১৪ মাস আগে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন ২ নং বনযোগীছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য হেমন্ত চাকমা। এসময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা উপজেলা পরিষদ এবং প্রশাসনের পক্ষ থেকে নিহত পাত্তর মনি চাকমা’র জন্য আত্বার শান্তি কামনা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা শফিউল আজম জানান, পাত্তর মনি চাকমা হত্যাকান্ডে জড়িতদের বিষয়ে তথ্য প্রযুক্তির মাধ্যেমে তথ্য সংগ্রহ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের নিমিত্তে যৌথ অভিযান চলমান রয়েছে। তবে ঘটনার সাথে যারা জড়িত নয় তাদেরকে নির্ভয়ে কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেন তিনি।