জুরাছড়ি ছাত্রলীগের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

397

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রিকো চাকমা জানান, দূর্গম মৈদং ইউনিয়ন এবং দুমদম্যা ইউনিয়নের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শিক্ষা উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ- সভাপতি জ্ঞানমিত্র চাকমা,সহ- সভাপতি সজীব চাকমা, সাধারন সম্পাদক ধন বিকাশ চাকমাসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য রিকো চাকমা বলেন, ছাত্রলীগ হচ্ছে মেধাবীদের সংগঠন। আর মেধাবীদের সহায়তা করা ছাত্রলীগের প্রধান উদ্দেশ্য। এ উপজেলার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে ছাত্রলীগ ভবিষ্যতেও কাজ করে যাবে বলে তিনি জানান।