জেলা পরিষদের সহযোগীতায় জুরাছড়ির ২৪০জনকে কম্বল বিতরণ

203

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙ্গামাটি জেলা পরিষদের বাস্তবায়নে ১নং জুরাছড়ি ও ২ নং বনযোগীছড়া ইউনিয়নে ২৪০ জনের মাঝে আজ শুক্রবার জেলা পরিষদ বিশ্রামাগাড়ে এসব কম্বল বিতরণ করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা। এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমা, ১ নং জুরাছড়ি ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি উত্তম কুমার চাকমা সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, ২ নং বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক অনুপম চাকমা সহ ছাত্রলীগ সভাপতি মোহর চাকমা,সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা(বাচ্চু)।

প্রবর্তক চাকমা বলেন, বর্তমান সরকার গরীব অসহায় মানুষের কল্যাণের লক্ষে যা যা করা দরকার সবকিছু করে দিচ্ছে। শীতের সময়ে যাদের কম্বল কেনার সামার্থ্য নেই, তাদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।