জেলা পরিষদ হতে কাট্টলী উচ্চ বিদ্যালয়ে বোট বিতরণ

492

 

॥ স্টাফ রিপোর্টার ॥  কাপ্তাই হ্রদ সংলগ্ন এলাকায় প্রত্যান্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে দূর্গম লংগদু উপজেলার কাট্টলী উচ্চ বিদ্যালয়ে ১টি ইঞ্জিন চালিত ফাইবার বোট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার পাবলিক হেলথ্ জলযান ঘাঠে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে ইঞ্জিন চালিত ফাইবার বোটের চাবি কাট্টলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিমির কান্তি চাকমার হাতে তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম। এ সময় পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা ও  বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।