জয় দিয়ে টুর্নামেন্ট শুরু বরকল অনুর্ধ্ব-১৭ বালিকা দলের

2214
॥ স্টাফ রিপোর্টার ॥
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) বরকল বনাম নানিয়ারচর উপজেলা বালিকা দলের নক আউট পর্বের ম্যাচে ২-১ গোলে বিজয়ী হয়েছে বরকল উপজেলা বালিকা দল। বুধবার বিকালে চিংহ্লামং মারী স্টেডিয়াম ম্যাচের দ্বিতীয়ার্ধে পরপর ২টি গোল করে ২-১ গোলে এগিয়ে যায় বরকল।
খেলায় বরকলের ৭নম্বর জার্সি পরিহিত মনিকা চাকমা প্রথমে গোল করে খেলায় সমতা আনে। এরপর ৬নম্বর জার্সি পরিহিত খেলোয়ার পহেলা চাকমা আরেকটি গোল করে বরকলের জয় নিশ্চিত করে। এর আগে খেলার শুরুতেই নানিয়ারচরের ১১নম্বর জার্সি পরিহিত খেলোয়ার রেশমি চাকমা নানিয়ারচরের ১মাত্র গোলটি করেন।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) এ নানিয়ারচর বনাম বরকল বালক দলের ম্যাচে ১-০ গোলে বিজয়ী হয়েছে নানিয়ারচর উপজেলা বালক দল।