॥ স্টাফ রিপোর্টার ॥
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে গত কয়েকদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হেেয়ছে। মঙ্গলবার (০৮) আগস্ট বিকেল ৪টায় বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় হয়ে পরা ৩০টি পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন রাঙামাটি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি। এসময় রাঙামাটি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ শহীদুল ইসলাম, পিএসসিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি বলেন, টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাঙামাটি সেক্টর সদর দপ্তরের পক্ষ থেকে ৩০টি পরিবারের মঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও এ সেক্টরের আওতাধীন অন্যান্য ব্যাটালিয়ন গুলোতেও এ কার্যক্রম চলমান রয়েছে। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য- ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেকটি পরিবারকে ( ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু ও ১লিটার সয়াবিন তেল) বিতরণ করা হয়েছে।