ট্যুরিজম সেক্টরে উন্নয়ন ও চাকুরির সুযোগ সম্পর্কিত সেমিনার

14

ঢাকা ব্যুরো অফিস : ২৫ অক্টোবর, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পরিচালিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি প্রশিক্ষণ ইনস্টিটিউট এ “ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষতা উন্নয়ন ও চাকুরির সুযোগ সম্পর্কিত সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আগারগাঁও এ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পরিচালিত ইনস্টিটিউট মিলনায়তনে গত ২৪ অক্টোবর ২০২৪, তারিখ এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেছেন: বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব), জনাব আবু তাহের মুহাম্মদ জাবের। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক(যুগ্ম সচিব) মিজ সালেহা বিনতে সিরাজ, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর পরিচালক জনাব ফারিয়াজ মোর্শেদ চৌধুরী, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর লার্নিং এন্ড কোয়ালিটি ম্যানেজার জনাব মোহাম্মদ নাহিদুর রহমান ভূইয়া। অথিদেরকে ইনস্টিটিউট সম্পর্কে প্রেজেন্টেশন এর মাধ্যেমে সার্বিক দিক তুলে ধরেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি’র পরিচালক জনাব মাজহারুল ইসলাম।

বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যলয় পড়ুয়া ছাত্র-ছাত্রী ছাড়াও ট্যুরিজম সেক্টরে নিজেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে চান এমন প্রশীক্ষণার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

আপলোড : শামিমুল আহসান-
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি