ঠুনকো অজুহাতে ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়ছে পাহাড়ের অর্থনীতি

357

॥ আনোয়ার আল হক ও আলমগীর মানিক ॥

ঠুনকো অজুহাতে পাহাড়ের তিন জেলায় ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়ছে তিন জেলার অর্থনীতির চাকা। বেকার হয়ে পড়ছে অনেক ব্যবসায়ী এবং বাধাগ্রস্ত হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। আইনে বাধা না থাকলেও অলিখিতভাবে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক কার্যলয় থেকে ভূমি বন্ধকের অনুমতি আটকে রাখায় এই জটিলতা তৈরি হয়েছে।

বিষয়টিকে ব্যবসায়ীরা ‘আমলাতান্ত্রিক ইগো’ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তা না হলে সহসাই পাহাড়ে অভাব অনটন দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের মতে, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির পর দুইশ‘ বছর যাবত জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ নেওয়ার ধারাবাহিকতা চলে আসলেও হঠাৎ করে ওই আইনের অজুহাতে ঋণ কার্যক্রম বন্ধ রাখাটা যেমন অযৌক্তিক তেমনি অমানবিকও। পাশাপাশি এর মাধ্যমে সরকারের এসডিজি বাস্তবায়নের লক্ষমাত্রাকে বাধাগ্রস্ত করার সুক্ষ য়ড়যন্ত্রও থাকতে পারে।

ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে জানা গেছে, জেলাপ্রশাসনগুলোর নিরবতায় তিনজেলায় অন্তত ১৩০ থেকে ১৪০ কোটি টাকার ঋণ কার্যক্রম আটকে আছে। যে টাকার প্রবাহ চালু থাকলে গত দুই বছরে পাহাড়ের অথনীতি আরো অনেকদুর এগিয়ে যেতে পারতো।

তিন পার্বত্য জেলার বাজার ফান্ড এলাকার জমি নিয়েই মূলত এই জটিলতা তৈরি হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, এই জটিলতায় শুধুমাত্র রাঙামাটি জেলার বাজার ফান্ড এলাকাগুলোতেই ৫০ কোটি টাকার ঋণ কার্যক্রম আটকে আছে; এ তথ্য ব্যাংকগুলো থেকে পাওয়া। ঋণ নিতে না পেরে রাঙামাটি জেলার অন্তত ৪০ জন প্রতিষ্ঠিত ব্যবসায়ি ব্যবসা বাণিজ্য গুটিয়ে রাঙামাটি থেকে অন্যত্র চলে গেছেন; এমন অভিযোগ রাঙামাটি চেম্বার নেতৃবৃন্দ থেকে জানানো হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দফতর থেকে নেওয়া তথ্যে দেখা যায়, ভূমি রেজিষ্ট্রেশনের মিউটেশন ও মিস মামলার কার্যক্রম বন্ধ থাকায় ৩ শতাধিক মিউট ও মিছ মামলা নিষ্পত্তির জন্যে আটকে রয়েছে। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্যের গতি শ্লথ হয়ে যাওয়ায় এ জেলার মানুষের জীবনমান যেমন নিন্মমুখী হয়ে যাচ্ছে, তেমনি নতুন ব্যবসার পথ রুদ্ধ হয়ে আছে। একই সাথে ব্যাংকগুলো তাদের সরকার নির্ধারিত লক্ষমাত্রা অর্জনেও ব্যর্থ হচ্ছে।

এই জটিলতায় নতুন ঋণ যেমন দেওয়া হচ্ছে না, তেমনি পুরাতন ঋণ নবায়নের কার্যক্রমও স্থগিত রয়েছে। এতে কপর্দকহীন হয়ে পড়েছে অনেক ব্যবসায়ী। কারণ তারা ঋণ নবায়নের আশায় ধারদেনা করে ব্যাংকের নিয়ম অনুসারে আগের সকল টাকা জমা দিয়ে নতুন ঋণের জন্য আবেদন করেছেন। এখন তার ফাইল আটকে যাওয়ায় তারল্য সঙ্কটে ধুকে ধুকে সময় পার করছেন তারা।

বাজার ফান্ড আইনে সরকারি জমি বাজার ফান্ডের অর্ন্তভূক্ত করে যথাযথ নিয়মানুসারে নাগরিকদের অনুকূলে বন্দোবস্তি প্রদান করা হলেও আশ্চার্যজনকভাবে খাগড়াছড়ির ডিসি এসব জমিকে খাসজমি হিসেবে উল্লেখ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যংক কর্মকর্তা দাবি করেছেন, খাগড়াছড়ির ডিসি আইনের কিছু ধারা পড়েছেন আর কিছু ধারা পড়েননি বলেই এই ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়, তিন পার্বত্য জেলা পরিষদ, তিন জেলা প্রশাসন এবং ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, ব্যাংকের সাথে ঋণ গ্রহীতার চুক্তিনামা রেজিস্ট্রেশন করার এখতিয়ার পার্বত্য জেলাসমূহে- জেলা প্রশাসকগণের উপর ন্যাস্ত রয়েছে। এই নিয়ম ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধির ১২ধারা(২) মোতাবেক। অবশিষ্ট ৬১ জেলায় ব্যাংক ঋণের জন্য সাব রেজিষ্টারের অনাপত্তিই যথেষ্ট। কিন্তু পাহাড়ে জেলা প্রশসকের পূর্বানুমতি সাপেক্ষে চুক্তি হয় এবং সেই চুক্তি তাঁরই একজন ম্যাজিস্ট্রেট রেজিস্টারভুক্ত করেন।
২০১৭ সালে রাঙামাটির তৎকালীন জেলা প্রশসক মানজারুল মান্নান প্রথমে এই প্রক্রিয়ার উপর প্রশ্ন উত্থাপন করে ঋণ চুক্তি অনুমোদন প্রক্রিয়া বন্ধ করে দেন। পরবর্তীতে যদিও নানা দেন দরবারের পর তা খুলে দেওয়া হয়। ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ বিষয়ে খোলাখোলিভাবে তাদের মতামত তৃলে ধরেছেন।

এ বিষয়ে রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ জানান, ‘২০১৭ সালে জেলা প্রশাসক মানজারুল মান্নান প্রথমবারের মতো বাজার ফান্ড এলাকায় ভূমি রেজিষ্ট্রির মিউটেশন ও মিছ মামলাগুলো নিষ্পত্তি স্থগিত করে দেন। আমরা (ব্যবসায়ীরা) তার সাথে দেখা করে বিষয়টি নিয়ে বুঝালেও তিনি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় পরে আমরা এমপি দীপংকর তালুকদারের সহায়তা নেই। এক পর্যায়ে বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ করার প্রস্তুতি নেই আমরা। তখন ডিসি মানজারুল মান্নান মহোদয় রাঙামাটি চেম্বারের ৫ জন পরিচালককে তার সহকারির মাধ্যমে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আমাদেরকে ভিক্ষুক ফান্ডে অনুদানের শর্তে মিউট ও মিছ মামলা নিষ্পত্তির ধারাবাহিকতা রক্ষার আশ^াস প্রদান করেন। আমরা ভিক্ষুক ফান্ডে অনুদান প্রদান করি এবং প্রক্রিয়াটি চালু হয়; দুর্ভগ্যবশত তার কিছুদিন পরই তিনি বদলি হয়ে চলে যান। পরবর্তিতে ডিসি মামুনুর রশিদ মহোদয়ের সময়ে ২০১৯ সালের দিকে তিনি বান্দরবান ও খাগড়াছড়ি জেলাপ্রশাসকের বরাত দিয়ে রাঙামাটির বাজার ফান্ড এলাকার জমির ঋণ অনুমোদন কার্যক্রম বন্ধ করে দেন’।
ব্যবসায়ীরা জানায়, ২০১৯ সালে বন্ধ হলেও বিশেষ বিশেষ তদবিরে গত দেড় বছর আমরা বেশ কিছু ফাইলে অনুমোদন নিতে পেরেছি। কিন্ত ২০২০ সালের অক্টোবর থেকে রাঙামাটি জেলায় এ কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। ব্যাংক ম্যানেজারগণ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

২০১৯ সালের তথ্য অনুসন্ধানে দেখা যায়, ডিসি মানজারুল মান্নানের সূত্র ধরেই খাগড়াছড়ির জেলা প্রশাসক ঋণ প্রস্তাবনা অনুমোদন ও রেজিস্টেশন প্রক্রিযা বন্ধ করে দেন। জেলাপ্রশাসনের তহবিলে টাকা জমা দেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সাথে অবনিবনার এক পর্যায়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস ২০১৯ সালের “অক্টোবরে বাজার ফান্ড এলাকায় বন্দোবস্তি দেওয়া জমিকে খাস জমি উল্লেখ করে ওইসব জমির বিপরীতে ঋণ প্রদানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন” এবং এ বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়ে পত্র প্রেরণ করেন। (স্মারক নং-০৫.৪২.৪৬০০.০২০.১৮.০২৫.১৯-৬০৩। তারিখ: ১৪/১০/২০১৯ইং)

পরবর্তীতে মন্ত্রণালয় এ বিষয়ে জেলা পরিষদগুলোর মতামত চেয়ে পত্র প্রেরণ করেন। প্রসঙ্গ ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি এবং পরবর্তীতে করা পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী বাজার ফান্ড সমূহ জেলা পরিষদের অধীনে ন্যস্ত রয়েছে। মন্ত্রণালয়ের পত্রের প্রেক্ষিতে রাঙামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদ্বয় তথা বাজার ফান্ড প্রশাসকগণ আইন ও বিধি উল্লেখ করে ঋণ কার্যক্রমের পক্ষে অবস্থান নিয়ে ইতিবাচক মতামত দেন। তারা অত্যন্ত দ্রুততার সাথে মতামত পাঠালেও বিষয়টি আর এগুয়নি।

এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, ব্যাংক ঋণচুক্তি অনুমোদন ও নবায়ন প্রক্রিয়া তিন পার্বত্য জেলাতেই বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের মতামত চেয়ে পত্র দেওয়া হয়েছে বলে আমি জানতে পেরেছি। ভুমি মন্ত্রণালয় থেকে আমাদেরকে পত্রের মাধ্যমে বিষয়টি সম্পর্কে করনীয় নির্ধারনে অবহিত করার কথা। কিন্তু আমাদের কাছে কোনো নির্দেশনা এখনও আসেনি। তিনি বলেন, আমি যোগদানের পর বিষয়টি নিয়ে প্রাথমিক খোঁজ খবর নিয়েছি। ব্যবসা বাণিজ্যের স্থবিরতার বিষয়টি আমার গোচরে নেই। প্রয়োজনে আমি আবারো এ বিষয়টি নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

পাহাড়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজার ফান্ড প্রশাসকগণ তথা জেলা পরিষদের চেয়ারম্যানেরা স্পষ্টভাবে বিষিয়টি পক্ষে ইতিবাচক মতামত ও আইনি ব্যাখ্যা দেওয়ার পরও কোন অদৃশ্য শক্তির ইঙ্গিতে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আটকে আছে তা খতিয়ে দেখা জরুরী।

জেলা পরিষদগুলোর সাথে যোগাযোগ করে পাওয়া তথ্যে দেখা যায়, খাগড়াছড়ির জেলা প্রশাসকের পত্রের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ০৬/১১/২০১৯ইং তারিখে স্মারক নং-২৯.০০.০০০.২১৪.২৮.২৩২.২০১৯-১৭৭ মূলে একটি পত্রের মাধ্যমে উপসচিব আসমা তাসকিন তিন পার্বত্য জেলা পরিষদের মতামত চায়।

পত্রের আলোকে রাঙামাটি জেলা পরিষদের সেই সময়ের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা দ্রততার সাথে বিষয়টিকে জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে তাঁর ইতিবাচক মতামত পাঠান (১৮/১২/২০১৯ ইং তারিখের স্মারক নং-০১.২৯.২০১৯(২য় খন্ড)৩২৭বি)। পত্রে জানানো হয়, বাজার ফান্ড এলাকার খাস জায়গা বাজার ফান্ড ম্যানুয়েল অনুযায়ী ১০বছরের জন্য লীজ প্রদানের বিধান থাকলেও ১৯৭২ সনে বোর্ড অব রেভিনিউ এর আদেশ মূলে চিটাগং হিল ট্র্যাক্টস-১৯০০ সনের শাসন বিধির ৩৪নং ধারা বাজার ফান্ড প্রশাসনের জন্য প্রযোজ্য হওয়ার পর হতে এই জেলার বাজার ফান্ডভূক্ত জায়গা উক্ত ধারা মোতাবেক স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান করা হচ্ছে। সেই মতেই বন্দোবস্তকৃত জায়গা কবুলিয়ত রেজিষ্ট্রি সম্পাদন করা হয়। বাজারফান্ড বিধির ৩৪(৫) উপবিধি মোতাবেক এবং কবুলিয়তের ১১নং ধারা/ শর্ত মোতাবেক বাজার ফান্ডভুক্ত জমি বন্ধকী অনুমতি দেওয়ার বিধান রয়েছে। লীজ ফরমে ০৮নং ধারা/শর্ত মোতাবেক বন্ধক রাখার অনুমতি প্রদান করা হয়ে থাকে বলে পত্রে জানানো হয়।

এদিকে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান তথা বাজার ফান্ড প্রশাসক কংজরি চৌধুরীও (তৎকালীন) স্মারক নং-২৯.২৩৬.০১৮.৩৩.০৫.০০০.২০১৯-২৩/বি মূলে বিগত ৮/০১/২০২০ খ্রিঃ তারিখে পার্বত্য মন্ত্রণালয়ের দেওয়া পত্রের জবাব দেন। জেলাপ্রশাসক- ‘আইনের অধীনে বন্দোবস্তি দেওয়া ভূমিকে খাস জমি’ হিসেবে অভিহিত করার বিষয়টি তিনি দুঃখজনক হিসেবে আখ্যায়িত করেন। মতামতে তিনি জানান, খাগড়াছড়ি জেলা পরিষদ আইন-১৯৮৯(১৯৯৮)সনের সংশোধিত আইন এর প্রথম তফসিলের ১০(গ)অনুসারে বাজার ফান্ড জেলা পরিষদের নিকট হস্তান্তর হয়েছে। বিধি অনুযায়ী সম্পাদিত লীজ ফরমে ১১টি শর্তের মধ্যে ৮নং ক্রমিকে বর্ণিত শর্তে বন্দোবস্ত প্রদত্ত প্লট বন্ধক প্রদানের সুযোগ রয়েছে। বাজার ফান্ডের মালিকানা অক্ষুন্ন রেখে প্রযোজ্য ক্ষেত্রে বন্ধকি অনুমতি প্রদান করা হয়। খাগড়াছড়ি জেলা পরিষদ আইন ১৯৮৯ এবং বাজার ফান্ড বিধিমালা ১৯৩৭ অনুসরণে অনুমোদিত হাট-বাজার বন্দোবস্ত প্রদত্ত প্লটের বিপরীতে বাজার ফান্ড কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ঋণ প্রদানে কোনো বাধা নেই। এমন বাধ্যকতা আরোপ করা হলে এলাকার জনস্বার্থ বিঘিœত হবে।
প্রসঙ্গত, রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্তে আসার জন্য জেলা আইন শৃঙ্খলা সভায় একাধিকবার জেলাপ্রশাসককে তাগিদ দেন।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাঙামাটি চেম্বার সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, ঋণ প্রক্রিয়া আটকে থাকায় রাঙামাটির অন্তত ২ হাজার ছোট বড় ব্যবসায়ি/ বিনিয়োগকারি ধ্বংসের পথে। তিনি বলেন, আমাদের এখানে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। তার উপর প্রায় ৪শ’ কোটি টাকার কাঠের ব্যবসাও বন্ধ রয়েছে। মরার উপর খড়ার ঘায়ের মতো একটি মিমাংসিত বিষয়ে অযথা বিতর্ক তুলে ব্যবসায়ীদের মাথায় বজ্রাঘাত করা হয়েছে। তিনি বলেন, ঋণ প্রক্রিয়া আটকে থাকলেও প্রশাসন লিখিতভাবে কোনো ব্যাংক বা ব্যবসায়ীকে এ বিষয়ে কিছুই অবিহত করেনি। যা অত্যন্ত দুঃখজনক,‘আমাদের কি নাগরিক অধিকার নেই?’

চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া বলেন, ঋণ কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি সম্পূর্ণভাবে একটি আমলাতান্ত্রিক জটিলতা, আইনে বিষয়টি পরিস্কার আছে। তিনি জানান, এতে ব্যাংকগুলোর কার্যক্রমও অনেকটা স্থবির হয়ে রয়েছে বলে ব্যাংক কর্মকর্তাগণ চেম্বারকে জানিয়েছে। পাহাড়ের অর্থনীতির গতিপ্রবাহ ঠিক রাখতে অনতিবিলম্বে এ বিষয়ে সিদ্ধান্ত আসা উচিৎ বলে তিনি মত ব্যক্ত করেন।

রাঙামাটিতে রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি মিলে ১৭টি ব্যাংক রয়েছে। মোট জনসংখ্যার প্রায় ৭০% লোকের একাউন্ট নির্ভর এসব ব্যাংকে প্রতিদিন গড়ে ৪০ কোটি টাকার লেনদেন হয় বলে ব্যাংকগুলোর কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে মধ্যে সোনালী ব্যাংকেই প্রতিদিন লেনদেন হয় কম-বেশি ৭ কোটি টাকা। ইসলামী ব্যাংকে লেনদেন হয়,অন্তত দুই কোটি টাকা। বাকিগুলোতেও গড়ে ২ থেকে ৫ কোটি টাকার লেনদেন হয়।

এই সিদ্ধান্তহীনতায় বছরে অন্তত ৫০ কোটি টাকার বিনিয়োগ করতে পারছে না রাঙামাটি জেলার ব্যাংকগুলো। এতে তাদের টার্গেট পুরন হচ্ছে না। জেলায় নতুন উদ্যোক্তা সৃষ্টি না হওয়ায় কর্মসংস্থান বাড়ছে না, তরুন উদ্যোক্তারা ব্যবসার প্রসার ঘটাতে না পেরে ছিটকে পড়ছে, সর্বোপরি বেকারত্ত্ব বাড়ছে।

রাঙামাটির সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক সমীর কান্তি চাকমা জানিয়েছেন, প্রশাসনের সিদ্ধন্তহীনতায় আমরা বাজার ফান্ড এলাকায় ঋণ দিতে পারছি না। এদিকে মৌজা অধীন ভূমিগুলোর মূল্যমান কম থাকায় সেখানে বড় ধরণে ঋণ দেওয়া যায় না। তাছাড়া মৌজার জমির অনেকগুলোর মালিকানা তর্কিত বলে ব্যাংকগুলো মৌজা এলাকায় ঋণ প্রদানে উৎসাহী হয় না।

ইসলামী ব্যাংক. রাঙামাটির শাখার ব্যবস্থাপক মোঃ সানাউল্লাহ জানিয়েছেন, বাজার ফান্ডের অধিন জায়গাগুলোর প্রায় সবগুলোই শহর কেন্দ্রিক। ব্যবসায়িদের মধ্যেও ৯০ শতাংশ ব্যবসায়ি শহরেরই বাসিন্দা। বাজার ফান্ডের জায়গাগুলোর সবগুলোই মৌজার জায়গা থেকে মূল্যমান অনেক বেশি। আমরা সেই জমিগুলোর বিপরীতেই উণ দিতে পারছি না। এতে নতুন উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে, নতুন বিনিয়োগ করা যাচ্ছে না। তিনি জানান, প্রতিটি বেসরকারি ব্যাংকের কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে যে, প্রতিবছর ১০ থেকে ২০জন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। কিন্তু আমরা লক্ষমাত্রা পুরণ করতে না পারায় উর্ধতন থেকে ভৎসনা পাচ্ছি।

রূপালী ব্যাংক বনরূপা শাখার ব্যবস্থাপক জানিয়েছেন, বাজার ফান্ড এলাকার গ্রাহকদের আমরা ঋণ প্রদান করতে পারছিনা। এতে আত্মকর্মসংস্থান সৃষ্টির পথ রুদ্ধ হচ্ছে। আর্থসামাজিক বন্ধাত্ব তৈরি হচ্ছে।