ডালিমের প্রচারণা চালাচ্ছেন ৬নং ওয়ার্ডের প্রার্থী আলমগীর

408

॥ গোলাম মোস্তফা ॥
রাঙামটি পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আলমগীর তার নির্বাচনী প্রতীক ‘ডালিম’ এর প্রথম থেকে তুমুলভাবে প্রচার-প্রচারণা করছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শিমুলতলী এলাকার বিভিন্ন অলি-গলিতে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা করেন।

প্রচারণার সময় মোঃ আমিনুল হক, নুরুল আবছার, মোঃ সোহেল রানা, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হান্নান হোসেন, মোঃ দিদরুল আলম, মোঃ ফেরদৌসসহ অসংখ্য কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন।
এসময় আলমগীর বলেন, আমি একজন ব্যাবসায়ী। আমি এলাকার সাধারণ মানুষের দুঃখে-সুখে পাশে থেকে কাজ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি নির্বাচনে বিজয়ী হলে এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবো। এছাড়াও অতীত সময়ে যেভাবে সুখে-দুঃখে জনগণের পাশে ছিলাম আগামীতেও তা অব্যাহত রাখব। আমি যুব সমাজকে সাথে রেখে মাদকমুক্ত ওয়ার্ড হিসাবে জনগণকে উপহার দিব।

এসময় তিনি এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও সম্প্রীতির এলাকা গড়ে তুলতে ভোটারদের কাছে ভোট চেয়েছেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।