॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির ডিসি বাংলো এলাকায় মাদক বিরোধি অভিযানে দেশি বিদেশি মদসহ চারজন আটক হয়েছে। আটকরা হলো ইরফান(২৫), সাইফ(২০), নাইম(২৪) ও প্রভাষ চাকমা(২১)। এ সময় তাদের কাছ থেকে ৫০০ এম এল দেশি ও দেড় (১.৫) লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করে তারা। সূত্র জানায় ডিসি বাংলো এলাকার পার্কটি বেশ কিছদিন যাবত বন্ধ রয়েছে। এই সুযোগে সেখানে একটি চক্র মাদকের ব্যবসা পরিচালনা করছে বলে তাদের কাছে খবর ছিল। সোমবার ওই এলাকায় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে সোর্স খবর দিলে এ সময় একজন এসআইয়ের নেতৃত্বে পুলিশ নিয়ে সেখানে গিয়ে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ সংস্থা।
রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ সাহা ও কোতয়ালী থানার উপপরিদর্শক সাগর এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটকদের কাছে প্রথমে সাধারণ চোলাই মদ পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে দেড় লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। আটকদের থানায় সোপর্দ করা হলে তাদের বিরুদ্ধে মাদক বিরোধি আইনে মামলা করে পুলিশ।