ডুবে আছে ঝুলন্ত সেতু: রাঙ্গামাটির কোথাও পর্যটকদের উপচেপড়া ভীড় নেই

1229

স্টাফরিপোর্ট- ২৩ আগস্ট ২০১৮, দৈনিক রাঙামাটি:  ভরা বর্ষায় পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার ফলে পর্যটকপ্রিয় বিশ্বখ্যাত ঝুলন্ত সেতুটি প্রতি বারের মত এবারও পানির নিচে ডুবে গেছে। এতে করে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরে সেতুতে চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি পর্যটন কর্তৃপক্ষ। এদিকে খাগড়াছড়ির হত্যা কান্ডকে কেন্দ্র করে এবারের ঈদুল আজহার দীর্ঘ ছুটি থাকা সত্বেও দেশি-বিদেশি পর্যটকরা রাঙামাটির সাজেকের সিডিউল বাতিল করে পর্যটকরা অন্যত্র ভ্রমণের ইচ্ছা পোষণ করছে বলে কয়েকজন টোয়াব সদস্য জানিয়েছেন ।

স্থানীয় সংবাদ কর্মীরা জানান, পর্যটকরা রাঙামাটির সেতু এলাকা ভ্রমণের টিকিট না পেয়ে মনক্ষুণœ হয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তারা আরো জানান সাধারণত প্রতি ঈদ মৌসুমে রাঙামাটি এবং সাজেকে দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভীড় থাকে। কিন্তু পরপর দুটি বর্ষায় পাহাড়ধস এবং উপজাতীয় সংগঠনগুলোর লাগাতার হত্যা কান্ডের ফলে গত দু’বছর ধরে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার পর্যটন ব্যবসায় বড় ধরণের লোকশান গুণছেন ব্যবসায়ীরা। এথেকে উত্তরণের জন্য সরকারের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেণ স্থানীয়রা।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।