ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ করেছে রাঙামাটি জেলা বিএনপির প্রতিনিধিরা

145

॥ স্টাফ রিপোর্টার ॥

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের ১দফা দাবীতে ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশে রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।

সমাবেশে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দীপু, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, কেন্দ্রীয় যুবদলের উপজাতীয় বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিনসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।