॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে গ্রামীণ মহিলাদের নিয়ে মহিলা সমাবেশ ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর প্রচারণামুলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) ইউনিয়ন পরিষদ হলরুমে সমাবেশের আয়োজন করা হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। বিশেষ অতিথি ছিলেন কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের মেম্বার নিবারন চাকমা।
মহিলা সমাবেশে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে মহিলাদের অবহিত করা হয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে মহিলাদের উদ্বুদ্ধ করা হয়। সমাবেশে বক্তাগণ প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, আত্মকর্মসংস্থান সৃষ্টি, গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি ও অপপ্রচার প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মহিলাদের করণীয় সম্পর্কেও অবহিত করেন। অনুষ্ঠানে কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার রিংকু চাকমাসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন।