তবলছড়িতে শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

660

॥ স্টাফ রিপোর্টার ॥
প্রতি বছরের ন্যায় তবলছড়ির পুরাতন দুদক ভবন এলাকার তরুণদের আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সেক্রেটারী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, ৪নং ওয়ার্ডের দুই দুই বার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও তরুণ সমাজ সেবক মো. কুতুব উদ্দীন, আবু সুফিয়ান রেজা, ভিক্টরী ক্লাবের প্রতিষ্ঠাতা বেলাল হোসেন সাকু, টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মুনতাকিম আল ইমনসহ টুর্ণামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াররা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ইব্রাহীম। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ভিক্টরী রানার্সআপ হয়েছে সোয়াগ। সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন মেহেরাজ হোসেন জয়।

পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ সেরা খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।