॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির ঐতিহ্যবাহী তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির নবম ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ১৫১ ভোট পেয়ে মো. আবু নাছের বিপ্লব ও সাধারণ সম্পাদক পদে ১২০ ভোট পেয়ে মো. ইকবাল করিম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমূখর পরিবেশে ভোট দেন। মোট ৩৯১জন ভোটারের মধ্যে ৩৭১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে অন্যান্য পদের মধ্যে- সহ-সভাপতি পদে ১৮৭ ভোটে মো. হেলাল, সহ-সাধারণ সম্পাদক পদে ১৯৭ ভোটে মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ২০৪ ভোটে মো. ওমর ফারুক আলমগীর, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ১৯৯ ভোট পেয়ে বরুন চন্দ্র রায়, সদস্য পদে মো. খোরশেদ আলম, নুর মোহাম্মদ, মো. জাকির হোসেন, মো. সেলিম, সাইফুল আলম নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন- প্রধান নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গীর আলম।