তরুণ প্রজন্মের হাত ধরেই প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে: রাবিপ্রবি ভিসি সেলিনা

395

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সেলিনা আখতার বলেছেন, তরুণ প্রজন্মের হাত ধরেই আমরা প্রযুক্তি নির্ভর উন্নত-সম্মৃদ্ধ এবং সর্বোপরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হবো। ভিসি বলেন, ‘প্রধানমন্ত্রী বলে থাকেন, তিনি আমাদের তরুণ প্রজন্মের প্রতি আস্থাশীল। আমরাও বিশ্বাস করি, তরুণ প্রজন্মই আমাদের স্মার্ট বাংলাদেশের পথে আশার আলো।’ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত ‘স্টার্টআপ কম্পাস বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন প্রোগ্রাম ’২৩ এ প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. সেলিনা আখতার এ কথা বলেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া শীর্ষক প্রকল্পের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্টার্টআপ হিসেবে তৈরির লক্ষ্যে এই অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর জুয়েল সিকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিভাগের ন্যাশনাল কনসাল্টেন্ট (এইচআর অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিম উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে রাবিপ্তবি’র বিভিন্ন বিভাগের চেয়াম্যানগণ, শিক্ষকমন্ডলী-কর্মকর্তাগণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যেমে ব্যবসার নানা ধরণের আইডিয়া শেয়ার করেন স্টুডেন্ট টু স্টার্টআপ এর ম্যানেজিং ডিরেক্টর আশিকুর রহমান রূপক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের অপারেশন স্পেশালিষ্ট সিদ্ধার্থ গোস্বামী।

এছাড়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা ও স্টার্টআপ তৈরির লক্ষ্যে চতুর্থ শিল্পবিপ্লব ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল হাতিয়ার গুলোর চর্চা ও সফল বাস্তবায়নে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় হবে অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র।