তারেক রহমান’র ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে রাঙামাটি নগর ছাত্রদলের বৃক্ষরোপণ

465

॥ ইকবাল হোসেন ॥
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এর ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে রাঙামাটি নগর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে উক্ত কর্মসূচী পালিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে সাবেক নগর ছাত্রদলের নেতা ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হুদা নাজমুল, নগর ছাত্রদলের আহ্বায়ক মো. খাইরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাকিম রাজু, যুগ্ম-আহ্বায়ক মো. তামিম, মো. মনোয়ার হোসেন, মো. ইব্রাহীম টিটু, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মুকতার আহমেদ, সজিব নোমান, বিজ্ঞান ও প্র্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. জসীম উদ্দীন, কলেজ ছাত্রদলের সদস্য মো. পারভেজ হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম শাকিল, সদর থানা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল আহাদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।