॥ স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে উক্ত কর্মসূচী পালন করেছে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম অঞ্চল) ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমদ সাব্বির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান চৌধুরী সুজন, জেলার সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, সাবেক কলেজ ছাত্রদলনেতা মেজবাহ উদ্দিন।
এসময় কলেজ ছাত্রদলের আহবায়ক মো. আল-আমিন ও সদস্য সচিব অলি আহাদের নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচীতে আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।