তারেক রহমানের পরোয়ানা রাঙাামটি বিএনপির মানববন্ধন

388

॥ স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে রাঙামাটি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এসময় সাবেক পৌর মেয়র জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাভোকেট দীপেন দেওয়ান।

বক্তব্য রাখেন সাবেক কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মোজাফফর আহমেদ।

জেলা বিএনপির সম্মানিত সদস্য মো. বাচ্চু মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএপির স্বেচ্ছাবেক বিষয়ক সম্পাতক জসিম উদ্দীন, নগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবদলের মৎস ও প্রাণী বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক নূরজাহান বেগম পারুল সদস্য সচিব ছালেহা আক্তার, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন, কর্ণফুলি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন অপু, কাপ্তাই উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন রাসেল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু, কাপ্তাই উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য তপন তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মং চসিং মারমা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুহুল চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ড্যানিশ চাকমা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা ও সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুশিয়ারি দেন।