তিন দিবস পালনে পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা

549

॥ রাঙামাটি প্রতিনিধি॥

আগামী ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শনিবার পৌর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দীন তালুকদার এর সভাপতিত্বে সভায় পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক উষাং মং, মনোজ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, দপ্তর সম্পাদক ফারুক পিন্টুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রতি বছরের মতো এবারো সুশৃঙ্খলভাবে যথাযথ মর্যাদায় দিবস ৩টি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভা সঞ্চালন করেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মনসুর আলী।