তুমুল প্রচারণা চালাচ্ছেন সংরক্ষিত আসনের প্রার্থী রাবেয়া

365

॥ স্টাফ রিপোর্টার ॥
পায়ে প্রচন্ড ব্যাথা নিয়েও আসন্ন পৌরসভা নির্বাচনের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী রাবেয়া বেগম তুমুল প্রচারণা চালাচ্ছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি ভক্ত সমর্থকদের নিয়ে তিনি আসামবস্তির শান্তিনগর, আসামবস্তি বাজার, বলরামের গলি, অনুকুল ঠাকুরের আশ্রমের গলিসহ বিভিন্ন এলাকায় তার নির্বাচনী প্রতীক অটোরিক্সার সমর্থনে প্রচার প্রচারণা করেন।

এসময় তিনি বলেন-আমি নির্বাচিত হলে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডকে নারী বান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। যেখানে নারীরা নির্বিঘেœ চলাফেরা করতে পারবে। এছাড়াও মাদকমুক্ত, পরিস্কার-পরিছন্ন এবং পর্যাপ্ত লাইটিং ব্যবস্থার মাধ্যমে পর্যটন বান্ধব একটি মডেল ওয়ার্ড প্রতিষ্ঠিত করবো। সরকারি সাহায্য সহযোগিতা এবং সকল প্রকারের ভাতা আমি সঠিকভাবে বন্টন নিশ্চিত করব।