থানচি কলেজে আর্থিক অনুদান প্রদান বীর বাহাদুর ফাউন্ডেশনের 

371

॥ বান্দরবান প্রতিনিধি ॥
আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বান্দরবানে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করছে বীর বাহাদুর ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে বান্দরবানের পাবত্য জেলার দূর্গম থানচি কলেজের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নের জন্য আর্থিক অনুদান দিয়েছে এই বীর বাহাদুর ফাউন্ডেশন। শনিবার সকালে পার্বত্যমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে থানচি কলেজের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় ।

বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বীর বাহাদুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বীর বাহাদুর ফাউন্ডেশনের পৃষ্টপোষক অমল কান্তি দাশ, বীর বাহাদুর ফাউন্ডেশনের উপদেষ্টা রোটারিয়ার আনিসুর রহমান (সুজন), থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা, থানচি কলেজের অধ্যক্ষ পল ধমিনিক ত্রিপুরাসহ থানচি কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দরা। এসময় বীর বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে থানচি কলেজের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে ৫০হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

প্রসঙ্গত,২০১৮ সালে বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ৭ উপজেলার ৩শ জন শিক্ষার্থী বিনামূল্যে বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, তাছাড়া ৭টি উপজেলায় ১হাজার ৫শত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই,খাতা,কলম,ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছে এই সমাজসেবী সংগঠন।