দলীয় মনোনয়ন ফরম নিলেন দীপংকর তালুকদার এমপি

190

॥ স্টাফ রিপোর্টার ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাঙামাটি থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৯৯নং আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রোববার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে দীপংকর তালুকদার এমপি’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর।

এসময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীপংকর তালুকদারের পক্ষে রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। এসময় জেলা আওয়ামীলীগের সদস্য জাহিদ আক্তার ও উসাং মং, দীপংকর তালুকদারের ব্যক্তিগত সহকারি নয়ন তঞ্চঙ্গ্যা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, ছাত্রনেতা মুন্নাদেবসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাঙামাটির এই আসন থেকে টানা ৪বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দীপংকর তালুকদার। এ ছাড়াও তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। এর আগে তিনি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ১বার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।