দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী মামুন

372

॥ স্টাফ রিপোর্টার ॥

বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। শনিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপি তিনি কর্মচারী কলোনি, ওয়াপদা কলোনি, পোস্ট অফিস কলোনি, এডিসি কলোনি, ষাট সিঁড়ি এলাকা, দক্ষিণ ওমদা মিয়া পাহাড়, বিজিবি রোড, মসজিদ কলোনি, মাস্টার কলোনি আর্ট কাউন্সিল কলোনি এলাকায় দিনব্যাপী প্রচারণা করেন বিএনপির এই মেয়র প্রার্থী।

প্রচারণায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এ্যাড. মামুনুর রশিদ মামুনের সাথে প্রচারণায় পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, জেলা জাসাস এর সভাপতি আবুল হোসেন বালিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় মামুন বলেন, আমি পৌর পিতা নয় পৌরবাসীর সেবক হতে চাই। আমি নির্বাচিত হলে জনসাধারণের পৌরসভা থেকে প্রাপ্ত সকল নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করাসহ পরিস্কার-পরিচ্ছন্নতা ও লাইটিং ব্যবস্থা উন্নত করে পৌর এলাকাকে পর্যটক বান্ধব একটি শহর হিসেবে গড়ে তুলব।