দীপংকর তালুকদারকে আসবাবপত্র মিস্ত্রি সমিতির ফুলেল শুভেচ্ছা

112

॥ স্টাফ রিপোর্টার ॥

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় রাঙামাটি ২৯৯ আসনে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙামাটি আসবাবপত্র মিস্ত্রি সমবায় সমিতির নেতৃবৃন্দ।

বুধবার সকালে সমিতির নেতৃবৃন্দ শহরের চম্পকনগরে দীপংকর তালুকদারের নিজ বাসভবন দীপালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন কোষাধ্যক্ষ আব্দুল খালেক, কার্যকরী সদস্য মো. মাহবুব হক ও মো. তসলিম, সদস্য- কাজল দাশ, মহিদুল হক (শালু) ও মো. সোহাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।