॥ স্টাফ রিপোর্টার ॥
জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার নব গঠিত ১৩১সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (০২ জুলাই) সকালে দীপংকর তালুকদার এমপিরর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দ দীপংকর তালুকদার এমপিকে সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাৎকালে জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দেবব্রত চক্রবর্তী (দেবু), সাধারণ সম্পাদক হিমাদ্রী দে হিমু , সাংগঠনিক সম্পাদক রোমিও ধরসহ সম্পাদক মন্ডলির সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।