॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এর সদস্য এবং ২৯৯ পার্বত্য রাঙামাটি আসন থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা বিনিময় করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পার্বত্য রাঙ্গামাটি আসনে বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জনাব দীপংকর তালুকদার মহোদয় কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। আলাপচারিতায় তিনি অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার অভিমত ব্যক্ত করেন। এসময় পিএস টু ভিসি সহকারী রেজিস্ট্রার নৃপেন চাকমা উপস্থিত ছিলেন।
এর আগে ভিসি ড. সেলিনা আখতার সদ্য বিদায়ী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে তাঁর চট্টগ্রামস্থ বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি টানা দ্বিতীয় বারের মতো ২৮৬ চট্টগ্রাম -০৯ আসনে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় পিএস টু ভিসি সহকারী রেজিস্ট্রার নৃপেন চাকমা, রাবিপ্রবি’র প্রভাষক মোঃ সাহেদ সরওয়ার এবং মোঃ গোলাম মোস্তফা সুমন উপস্থিত ছিলেন।