দুর্গাপূজা ঘিরে গীতাশ্রমে মাতৃভক্তি থিমের উদ্বোধন

173

॥ স্টাফ রিপোর্টার ॥

ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামি ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপি এ উৎসবের। শুক্রবার সকাল থেকে বিভিন্ন আচার অনুষ্ঠান ও ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে পূজা অর্চনা শুরু হয়। সন্ধ্যায় রিজার্ভ বাজারের গীতাশ্রম মন্দিরে শারদীয় দূর্গোৎসবের মাতৃভক্তি থিমের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থিমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ।

এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাঙামাটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরা, সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, গীতাশ্রম মন্দিরের সভাপতি আশীষ দাশ গুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুর্গোৎসব উদযাপন পরিষদ ২০২৩ এর সভাপতি রানা দাশের সভাপতিত্বে ও গীতাশ্রমের যুগ্ম-সম্পাদক সুব্রত দে’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গীতাশ্রমের সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, স্বাগত বক্তব্য রাখেন- দুর্গোৎসব উদযাপন পরিষদ ২০২৩ এর সাধারণ সম্পাদক রকি দেবনাথ।

আলোচনা সভার পর প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও ফিতা কেটে মাতৃভক্তি থিমের উদ্বোধন করেন। গীতাশ্রম মন্দিরের এবারের মাতৃভক্তি থিমে সনাতন সম্প্রদায়ের পুরাণমতে শিব পার্বতী পুত্র কার্তিক গণেশের মায়ের প্রতি ভক্তি নির্দেশনকে ফুটিয়ে তোলা হয়েছে।