॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকাধীন ১৪টি পূজামন্ডপ ও ২টি সংগঠনকে অর্থ সহায়তার চেক বিতরন অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী পূজামন্ডপ ও সংগঠনের প্রতিনিধিদের হাতে উক্ত চেক তুলে দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জামাল উদ্দিন, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য, পূজামন্ডপের প্রতিনিধিসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এসময় ১৪টি মন্ডপ ও রাঙামাটি পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কে মোট ১ লক্ষ ১২ হাজার ৫’শ টাকার চেক বিতরণ করা হয়।


 
		


























