॥ ইকবাল হোসেন ॥
শারদীয় দূর্গোৎসব-২০২০ উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এ্যান্ড হেল্প (ইয়ুথ) কর্তৃক আয়োজিত “ফটো কনটেস্ট-২০২০” এ বিজয়ীদের নাম ঘোষণা করেছে সংগঠনটি।
বিজয়ীরা হলেন- ঊষসী সাহা, সুমনা দে রিয়া,আদ্রিজা চৌধুরী ভাষা, অঙ্গিরা চৌধুরী, ফাল্গুনী ত্রিপুরা, ভুমিকা চৌধুরী, দেবস্মিতা চৌধুরী, অনামিকা চৌধুরী, ত্রিধা পাল, আদৃতা দে, সম্মৃদ্ধি ধর (মিশু)।
উল্লেখিত বিজয়ীদের মাঝে আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালঃ ৪ ঘটিকায় রাঙামাটি পৌরসভার সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ করা হবে।