|| স্টাফ রিপোর্টার ||
রাঙামাটি জেলায় আর কোন প্রাণহানি না ঘটে সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। রাঙামাটি শহর এলাকায় ৩৩টি ঝুঁকিপুর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যে কোন দুর্যোগ মোকাবেলায় সকলকে আশ্রয় কেন্দ্রে চলে আসার আহবান জানানো হয়েছে।
সকালে রাঙামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এই আহবান জানানো হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুরর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ। জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙামাটি জেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরীসহ রাঙামাটি বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক ও পৌর কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।
এরপর বিকাল ৩টায় রূপনগর, শিমুলতলী, যুব উন্নয়ন এলাকাসহ ভূমিধ্বসে ঝুকিপূর্ণ এলাকাগুলোতে গিয়ে জেলা প্রশাসক, পৌর মেয়রসহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানীয় কাউন্সিলরদের নিয়ে জনসাধারণকে সচেতন করেন এবং সকলে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেন।