দু’সংগঠনের উদ্যোগে রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন

359

॥ সাজিদ বিন জাহিদ ॥
‘আমরা একসাথে পারি স্বেচ্ছাসেবার মাধ্যমে’ এই প্রতিপাদ্যে এবারের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। রাঙামাটিতে দিবসটি ঘিরে ব্যতিক্রমধর্মী কর্মসূচি হাতে নেয় স্বেচ্ছাসেবী সংগঠন। ‘জীবন’ ও অপরাজিতা। তারা রাঙামাটি সদর ও কাউখালী উপজেলায় পৃথক কর্মসূচি বাস্তবায়ন করে।

রাঙামাটি সদর উপজেলায় ১ নং পৌর ওয়ার্ডের নতুন জালিয়া পাড়ায় প্রায় ২ শতাধিক মানুষের মধ্যে ও ৩০টি পরিবারের কাছে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিন্তের লক্ষ্যে হাইজিন কিট বিতরণ করা হয়। অপরাজিতার উদ্যোগে ডিগনিটি বক্স বিতরণ করা ও কৈশোর কর্মশালার আয়োজন করা হয়েছে। শতাধিক কিশোর কিশোরী এই কর্মশালায় অংশগ্রহণ করে। নতুন জালিয়া পাড়া জগন্নাথ মন্দিরে এই কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবারের কার্যক্রমের লক্ষ্যই হচ্ছে বৈশ্বিক করোনা মহামারিতে বিভিন্ন ক্ষেত্রে নিঃস্বার্থভাবে অবদান রাখা প্রত্যেক স্বেচ্ছাসেবীকে তাঁদের সাহসিকতা ও নিবেদনের জন্য ধন্যবাদ জানানো। বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয় প্রতি বছরের ৫ ডিসেম্বর। ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে সারাবিশ্বে স্বেচ্ছাসেবীদের অবদানের কথা সর্বত্র তুলে ধরা, যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে নাগরিকদের স্বেচ্ছাসেবায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যেই এ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কাউখালী উপজেলায় পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে দুই সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এছাড়াও প্রধান সড়কের দু’পাশে সচেতনতামূলক পোস্টার নিয়ে প্রচারণা চালায় তারা। কাউখালী উপজেলায় শতাধিক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।