দূর্গোৎসব ঘিরে নানিয়ারচরে ‘প্রিয় রাঙামাটি’ পরিচ্ছন্নতা অভিযান

438

॥ ইকবাল হোসেন ॥
“পরিষ্কার-পরিচ্ছন্নতা সকল ধর্মেরই অংশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা-কে কেন্দ্র করে রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রত্যয়ে অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে এগিয়ে চলছে স্বেচ্ছাাসেবী সংগঠন ‘প্রিয় রাঙামাটি’ এর নানিয়ারচর উপজেলা শাখার অদম্য স্বেচ্ছাসেবীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নানিয়ারচর উপর বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এবং নানিয়ারচর উপরের বাজারে

‘প্রিয় রাঙামাটি’ এর নানিয়ারচর উপজেলা শাখার বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব দূর্জয় কর্মকারের নেতৃত্বে উক্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এতে অংশ নেন সুজন মারমা, মো: নূর আলম, জুয়েল চাকমা, লিখন চাকমা, জয় চাকমা, পলক বড়ুয়া, ইমন দে, ইমন আচার্য।

এসময় সদস্য সচিব দূর্জয় কর্মকার বলেন-“প্রয় রাঙামাটি” প্রতিষ্ঠাকালীন সময় হতে সবসময় অসাম্প্রদায়িক চিন্ত চেতনা ধারণ করে আসছে। “ধর্ম যার যার, উৎসব সবার” শ্লোগানের ধারাবাহিকতায় “প্রিয় রাঙামাটি” কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় আমরা এই অভিযান পরিচালনা করছি। আসুন আমরা সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি পরিবেশটাকে সুন্দর রাখি।