॥ মাহাদী বিন সুলতান ॥
দুর্নীতি দমন কমিশন ২০০৪ এর ১৭ ধারা অনুসারে দূর্নীতি দমন, প্রতিরোধ, গবেষণা ও গণসচেতনতার নিমিত্তে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান কর্তৃক ৯ সদস্য বিশিষ্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নানিয়ারচর উপজেলা শাখা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি জেলা কার্যালয়ের প্রস্তাব মোতাবেক ধারা ১৭ (ট) এর বিধানানুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে কাজ করা ও গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নানিয়ারচর উপজেলাতে দুদকের এই উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।
বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী নারায়ন সাহাকে সভাপতি এবং মধুসুধন চাকমাকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে অন্যান্যরা হলেন, প্রমিকা চাকমা, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া, স্বাধীন দেওয়ান, মীরন খীসা, মধুসুধন তালুকদার, আব্দুর রহমান ও সীমা আইচ। সভাপতি নারায়ন সাহা বলেন, সমাজ ও রাষ্ট্রের স্বচ্ছতায় দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশ ও জনমানুষের সেবায় কাজ করে যাব।