॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, আর এই অগ্রগতির সাথে তাল মেলাতে গ্রাম-শহর সকল পর্যায়ের মানুষকে স্বাবলম্বি হতে হবে। কারণ দেশের অর্থনীতিকে সুসংহত করতে আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই। দারিদ্র বিমোচন ও গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদিপশু ও হাঁস-মুরগী পালন বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে পরিষদ চেয়ারম্যান এ কথা বলেন।
চেয়ারম্যান কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান পরিবার এবং নিজ এলাকার উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। সাথে সাথে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের (প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য) সাথে নিয়মিত যোগাযোগ রেখে সরকারি সেবাসমূহ গ্রহণেরও পরামর্শ দেন তিনি।
সোমবার (০২ নভেম্বর) পরিষদের সভাকক্ষে (৫তলা) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের অধীনে রাঙামাটি সদর উপজেলার তিনটি (সাপছড়ি, মগবান ও বালুখালী) ইউনিয়নের ৬০(ষাট)জন নারী ও পুরুষ উপকারভোগী প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এ প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীরা গবাদিপশু ও হাঁস-মুরগী পালন, রক্ষণাবেক্ষণ, মোটাতাজাকরণ, বাজারজাতকরণসহ সকল বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান(রোমান), পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য সাধন মনি চাকমা। দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রিমা মহাজন ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ শংকর দাস।