দোকান ঘর ভেঙ্গে গর্জনতলী সড়ক বন্ধ

97

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের গর্জনতলীর মুখে মূল সড়কের পাশে একটি পুরানো ঘর ভেঙ্গে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টায় অব্যবহৃত ঘরটি ভেঙ্গে পড়ায় গর্জনতলী এলাকার সাধারণ মানুষের চলাচল ব্যহত হচ্ছে।

এদিকে ঘরটি ভেঙ্গে পড়ার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসে যোগাযোগ করার পাশাপাশি সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন। এ পরিস্থিতিতে প্রায় ৪ঘন্টা চেষ্টার পর ঘরটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হন কাউন্সিলর সহ স্থানীয়রা।

জায়গাটির বিষয়ে খোঁজখবর নিয়ে জানা যায়, এই জায়গাটি বাজার ফান্ডের, যার প্লট নং-১৩৩ ও ১৩৩-এ, বানিজ্যিক প্লট। জানা যায়, নব্বই এর দশকে সুরেন্দ্র লাল ত্রিপুরা, মহেন্দ্র লাল ত্রিপুরা ও জীবন রোয়াজার কাছ থেকে জায়গাটি ক্রয় করেন সুনীল কান্তি বড়–য়া। কিন্তু কাগজপত্রে দাগ নম্বর ভুল দেওয়ায় ২০১১ সালে জায়গা মেপে বুঝে নিতে গেলে উকিলের মাধ্যমে বাধা প্রদান করে জীবন রোয়াজা। এরপর বিষয়টি নিয়ে হাইকোর্টের স্বরণাপন্ন হন সুনীল কান্তি বড়–য়া। বর্তমানে হাইকোর্টে সিভিল রিভিসন মামলাটি চলমান রয়েছে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্টে অর্ডার বলবৎ থাকবে।