॥ স্টাফ রিপোর্টার ॥
সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাঙামাটি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। মঙ্গলবার সকালে বিএনপির নেতাকর্মীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়ার হাতে এই স্মারকলিপি প্রদান করেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপুসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।