দয়াল কৃঞ্চ চাকমাকে সহায়তা উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমার

207

॥ বিশেষ প্রতিনিধি ॥

একাত্তরে মুক্তিযোদ্ধার সহায়তাকারী দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক সহায়তা দিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। গতকাল বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর রাঙামাটিস্থ প্রধান কার্যালয়ে বোর্ড চেয়ারম্যান প্রদত্ত এ সহায়তা গ্রহন করেন দয়াল কৃঞ্চ চাকমা (৯১)। এসময় তাঁর স্ত্রী শান্তি বালা চাকমাও উপস্থিত ছিলেন।

মহান স্বাধীনতা যুদ্ধের সময় রাঙামাটির বুড়িঘাটের কমতলী পাহাড় এলাকায় পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন বীর শ্রেষ্ট মুন্সি আবদুর রউফ। এদিন ছিল ১৯৭১ সালের ২৪ এপ্রিল। এর পরের বুড়িরঘাটের ভাংগামুরা এলাকার বাসিন্দা ইশ^র চন্দ্র চাকমা ও চিক্ষপুদি চাকমার পুত্র দয়াল কৃঞ্চ চাকমা শহীদ মুন্সি আবদুর রউফকে সেই কমতলী পাহাড়ে (বর্তমানে সেই ছোট পাহাড়টি শহীদ বীর শ্রেষ্ট মুন্সি আবদুর রউফ এর স্মৃতি সৌধ হিসেবে পরিচিত) কবরস্থ করেন। সেজন্য রাঙামাটিবাসীর পাশাপাশি দেশবাসী মহান দয়াল কৃঞ্চ চাকমাকে সম্মান ও শ্রদ্ধা করেন।