ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে রাঙামাটিতে বিশেষ দোয়া ও কোরআনখানি

448

॥ মাহাদী ইমাম ॥
পার্বত্য জেলা রাঙামাটিতে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিশেষ দোয়া ও খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে খতমে কোরআন ও দোয়া কামনা করেছে ইসলামিক ফাউন্ডেশন’র জেলা এবং উপজেলা কার্যালয় সমূহ।

রবিবার (১৪ই জুন) সকাল ৯ টায় জেলা কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া কামনায় অংশগ্রহণ করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী। এসময় জেলা ফিল্ড অফিসার, মাষ্টার ট্রেইনার, সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার, দারুল আরকাম শিক্ষক, কেন্দ্র শিক্ষক, জেলার খতিব ও ইমাম-মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একই সময়ে জেলার প্রতিটা উপজেলায় নিজ অফিস কার্যালয় ও মডেল কেন্দ্র গুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্ত্যবিধি মেনে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়। সূত্রটি জানায়, রাঙামাটি সদর, নানিয়ারচর, কাউখালী, লংগদু, বরকল, বাঘাইছড়ি, কাপ্তাই, রাজস্থলী, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলা কার্যালয়ে দোয়া ও খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে।

এবিষয়ে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী জানান, এ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ একাধারে ছিলেন আলেম, রাজনীতিবিদ, সমাজ সেবক, বিশেষ করে আলেমদের খুব কাছের মানুষ ছিলেন তিনি।  তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছি।

তিনি আরও জানান, আমি রাতে মৃত্যুর খবর শুনেই সাথে সাথে সকল উপজেলা সুপারভাইজারদেরকে ফোন করে ফজরের নামাজের পর দোয়া, সকাল ৯ টায় খতমে কোরআন ও দোয়া এবং প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মসজিদে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করতে বলেছি। আমরা জেলা কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেছি এবং ইতোমধ্যেই বিভিন্ন উপজেলা থেকে আমাকে তাদের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল ১৩ই জুন (শনিবার) রাত ১১টা ৪৫ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা শেখ মুহাম্মাদ আব্দুল্লাহ ঢাকাস্থ সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন।