নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ওয়ার্ল্ড পীস সোসাইটির উষ্ণ সংবর্ধনা

389

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভার নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী ও সকল কাউন্সিলরদের উষ্ণ সংবর্ধনা দিয়েছে ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙামাটি শাখা। মঙ্গলবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নব নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা।

রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন ওয়াল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি অরূপ মুৎসুদ্দী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক একেএম মুকছুদ আহমেদ, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার-আল-হক।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি মো. কামরুল উদ্দীন, ইয়োগা এসোশিয়েশন রাঙামাটির প্রতিষ্ঠাতা দিপন ঘোষ, উইম্যান চেম্বার অব কমার্সের সভাপতি মনোয়ারা বেগম, ওয়াল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ, অতিরিক্ত সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মানীত করা হয়। বক্তব্য পর্বের মাঝখানে রাঙামাটি পৌর সভা থেকে পরপর দুইবার নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরীসহ নব নির্বাচিত কাউন্সিলরদের হাতে ওয়ার্ল্ড পিস এর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে কাউন্সিলরবৃন্দ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নব নির্বাচিত মেয়র তার বক্তব্যে এ সম্মাননার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি একটি পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচন করেছি। আপনারা দোয়া করবেন আমি যে সে স্বপ্ন বাস্তবায়নসহ রাঙামাটি পৌরবাসীর উন্নয়নে কাজ করতে পারি।

এ সময় আর্ত মানবতার সেবায় ওয়ার্ল্ড পিস এর কার্যক্রম বিস্তারিত তুলে ধরে এ সংগঠনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন সুধীবৃন্দ। এ সময় বক্তারা সংগঠনটির কার্যক্রম পরিচালনায় নেতৃবৃন্দের সহায়তা কামনা করেন এবং নেতৃবৃন্দ এ বিষয়ে আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন।