নাইক্ষ্যংছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

127

॥ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে বনায়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, বিএটিবি নাইক্ষ্যংছড়ি এরিয়ার লিফ অফিসার মোঃ আরিফুর রহমান, এসিস্টেন্ট লিফ অফিসার নাজিব মুবিন ও সদর ইউনিয়নের মেম্বারবৃন্দ।

প্রধান অতিথি রোমেন শর্মা বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সবাইকে একটি করে বৃক্ষরোপনের জন্য আহ্বান জানান। সেই ধারাবাহিকতায় সরকারি উদ্যোগের পাশাপাশি বনায়ন যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। নাইক্ষ্যংছড়িতে বিএটিবির সামাজিক বনাযন কর্মসূচির আওতায় সাড়ে ৫ লাখ বিভন্ন প্রজাতির চারা বিতরণ করা হবে বলে জানান মোঃ আরিফুর রহমান বনায়নের কর্মসূচির আওতায় এই বছর নাইক্ষ্যংছড়ি ও রামুতে সাড়ে ৫ লক্ষ ফলজ, বনজ ও ঔষুদি জাতের গাছের চারা বিতরণ করার পাশাপাশি স্থানীয় কৃষকেদের পরিবেশ সচেনতা মূলক প্রশিক্ষণ দেয়া ও কীটনাশকের খালি বোতল/মোড়ক গতের মাধ্যমে অপসারণ করে পরিবেশ দূষণ রোধে কাজ করছি। এসময় আমলকী, জাম, কাঠবাদাম, বহেরা, অর্জুন, জলপাইসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপন করা হয়।