॥ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িস্থ ১১বিজিবি কতৃক আবারো দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার ভোররাতে নাইক্ষ্যংছড়ি ব্যটালিয়নের নিয়ন্ত্রানাধীন চাকঢালা হামিদিয়া পাড়া থেকে একটি দেশীয় অস্ত্র ও একটি বল্লম উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা গেছে, চাকঢালা বিজিবির নায়েব সুবেদার মোঃ মোতাহের হোসেন এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল হামিদিয়াড়া এলাকায় টহলের সময় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লে.কর্ণেল শাহ আবদুল আজীজ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন এবং উদ্ধারকৃত অস্ত্র দুটি নাইক্ষ্যংছড়ি থানায় জমা করা হবে এবং সীমান্তে মদক, নারী, শিশু,পাচারকারি সহ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজিবির অভিজান অব্যাহত থাকবে।