॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ভবন ও বাস স্টেশনসহ ২৪কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার (২৯ জুলাই) সকালে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে এসব কাজের উদ্বোধন করেন।
প্রকল্পগুলো হলো, এলজিইডির ৬কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নতুন বাস টার্মিনাল, স্টেডিয়াম নির্মাণ, চাক পাড়া সড়ক, হাজী এম এ কালাম ডিগ্রী কলেজের নব নির্মীত ভবন ও হেডম্যানপাড়া বৌদ্ধ বিহার চেরাং ঘর আলমারকাজুল ইসলামী দারুচ্ছুন্না এতিমখানার বাউন্ডারী ওয়াল নির্মাণ, সোনাইছড়ি নিম্ম মাধমিক বিদ্যালয়ের পাঠাগার নির্মাণ, সোনাইছড়ি বৌদ্ধ বিহার, কেন্দ্রীয় জামে মসজিদের সংষ্কার কাজের শুভ উদ্বোধন, কম্বনিয়া সিরাজ মিয়ার দোকানের এইচবিবি রাস্তা, ধুংরী হেডম্যানপাড়া বৌদ্ধ বিহার ড্রেন নির্মাণ,নতুন চাকপাড়া রাস্তা নির্মাণ, বড়ুয়াপাড়া ব্রীজ থেকে বিছামারা রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে ও পাবত্য জেলা পরিষদের প্রায় ৭কোটি টাকার ৬টি প্রকল্প শেষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগদেন মন্ত্রী।
এসময় তিনি বলেন, শান্তিচুক্তির পর পাহাড়ে আমূল পরির্বতন হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা ভাবেন। তাই পাহাড়ে যোগাযোগ ব্যবস্থা, স্কুল, কলেজ, মাদরাসা, হাসপাতালসহ প্রত্যেক সেক্টরে উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য, পুলিশ সুপার রেজা সরোয়ার, নাইক্ষংছড়ি উপজেলা নিবাহী অফিসার সালমা ফেরদৌস,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষী পদ দাশ, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌ, আওয়ামীলীগ নেতা আবু তাহের কোম্পানি, তসলিম ইকবাল চৌধুরীসহ সরকারী, বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবর্গ উপস্থিত ছিলেন।