॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানের উপর দূর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভযোগ পাওয়া গেছে। গত শনিবার সকাল ১১টার দিকে শহরের বনরূপা কাঁচা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে রাঙামাটি কোতয়ালী থানা জিডি করেছেন হামলার শিকার মোহাম্মদ সোলায়মান। জিডি নং ৪১৭/ ১০-০৯-২২ইং।
শনিবার রাতে থানায় দায়ের করা জিডি মুলে জানা গেছে, নাগরিক পরিষদ নেতা মোহাম্মদ সোলায়মান সকাল ১০টা ৪০ মিনিটের সময় রাঙামাটি শহরের বনরূপা কাঁচা বাজারে বাজার করতে গেলে সমতা ঘাটের আগে বাজারের মোড়ে একটি মোটর সাইকেল নিয়ে আসা অজ্ঞাত পাহাড়ি যুবক তাকে পিছন থেকে চাপা দেয়ার চেষ্টা করে। পায়ে ধাক্কা লেগে সোলায়মান রাস্তার পাশে ছিটকে পড়লে তিনি প্রাণে রক্ষা পান। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান ও মহা সচিব আলমগীর কবির। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান প্রশাসনের প্রতি।