নানা কর্মসূচিতে বান্দরবানে পুলিশ মেমোরিয়াল ডে পালন

421

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। (১মার্চ) সোমবার সকালে বালাঘাটা জেলা পুলিশ লাইন্সে মাঠে মেমোরিয়াল ডে উপলক্ষে স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন সময়ে দায়িত্ব পালন অবস্থায় নিহত পুলিশ সদস্যদের জন্য নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধান্ঞালী নিবেদন করেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আকতার, (বিপি এম) এ সময় পুলিশ ইন- সাভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার ওয়াহিদুল চৌধুরী, অতিরিক্তি পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী, আছাদুজাম্মান, অশোক কুমার পাল পিপিএম, রেজোয়ানুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরীসহ, বান্দরবান জেলার পুলিশের উধ্বর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাচ্ঞালী নিবেদন শেষে সারাদেশের বিভিন্ন সময়ে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পুলিশ সদস্যদের স্বরনে ১মিনিট নিরবতা পালন এবং মোনাজাত করা হয়।