নানিয়ারচরের শতবর্ষী হাজেরা খাতুনের পাশে দাঁড়ালেন ইউএনও

737

।। নানিয়ারচর প্রতিনিধি ।। 

নানিয়ারচর উপজেলায় শতবর্ষী এক বৃদ্ধ নারীর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন ইউএনও। মঙ্গলবার সকালে নিজ কার্যালয় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের 2 নং ওয়ার্ড ইসলামপুর এলাকার মরহুম বাহাদুর শাহের স্ত্রী ১২০বছর বয়সী হাজেরা খাতুনের চিকিৎসা সহায়তায় নগদ ৫হাজার টাকা হাতে তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

বয়সের ভারে নুহ্য হয়ে পড়া হাজেরা খাতুন করোনা পরিস্থিতিতে চিকিৎসা ভার বহন করতে না পারায় সহায়তার নির্বাহী অফিসারের কাছে। হাজেরা খাতুন জানান, ২ছেলে নিজের আয় থেকে পরিবারের খরচ শেষে তার চিকিৎসায় পর্যাপ্ত ব্যয় করতে পারেনা। ফলে গলার চিকিৎসায় প্রয়োজন মোটা অঙ্কের টাকা।

নির্বাহী অফিসার এসময় পরম ভালবাসায় জড়িয়ে নেন শতবর্ষী এই বৃদ্ধাকে। প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, নগদ টাকা ও মাস্ক বিতরণ করেন শিউলি রহমান। এসময় বুড়িঘাট ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার কুলসুম বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।