নানিয়ারচরে চারটি কেন্দ্রে চলছে করোনার গণটিকা কার্যক্রম

354

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

করোনা প্রতিরোধে সারাদেশে গণটিকার অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে রাঙামাটির নানিয়ারচরে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। দিনব্যাপী এই টিকাদান কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের ২৪০০জন ব্যক্তিতে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছে নানিয়ারচর স্বাস্থ্যবিভাগ।

শনিবার সকালে উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের ১নং বগাছড়ি পুর্নবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৪নং ইউনিয়নের ঘিলাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন, নানিয়াচর উপজেলা নির্বাহী অফিসার রহমান তিন্নী।

এসময় নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূয়েন খীসা, থানার ওসি মোঃ সাব্বির রহমান ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল মালেক প্রমূখ উপস্থিত ছিলেন। টিকাদান কর্মসূচির বিষয়ে নূয়েন খীসা জানান, নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষং ইউনিয়নে মরাচেঙ্গী কমিউনিটি ক্লিনিক, ২নং নানিয়ারচর ইউনিয়নের সাপমারা জুনিয়র স্কুল, ৩নং ইউনিয়নে বগাছড়ি পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে করোনা টিকা প্রদান করা হচ্ছে।

গতকাল শুধু জাতীয় পরিচয় পত্র (এনআইডি) এনে টিকা দিতে পারার কথা থাকলেও স্বাস্থ্য বিভাগের নির্দেশনানুযায়ী আজকে এনআইডি কার্ড এনে নিবন্ধন করে টিকা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমি ৫জন আইটি পারসন এর ব্যবস্থা করেছি। ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের করোনা টিকা নিতে আসা রিপন চাকমা (৩৮) জানান, কোন রকম হয়রানী ছাড়া নিবন্ধন করে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে টিকা নিতে ঢুকতে পারব। এদিকে সামাজিক দূরত্ব না মেনে করোনা টিকা নিতে দেখা গেছে কেন্দ্র গুলোতে। লাইনে ঘেঁষাঘেঁষি করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে টিকা নেওয়া অনেক কষ্ট স্বীকার করতে দেখে গেছে স্থানীয়দের।

টিকা নিতে এসে নাসিমা বেগম (৪০) নামের এক সেবাগ্রহীতা জানালেন, সকাল থেকে এসে নিবন্ধন করার জন্য সারিতে দাঁড়িয়ে আছেন তিনি। এখনও নিবন্ধন শেষ হয়নি। নিবন্ধন শেষ হলে আবার টিকা দিতে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। এভাবে রোঁদে দাঁড়িয়ে তার মতো অনেকেই ভোগান্তির স্বীকার হচ্ছেন বলেও জানিয়েছেন এই নারী।

স্বাস্থ্য বিধি না মেনে সারিতে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে নানিয়ারচর ওসি সাব্বির রহমান জানান, নানিয়ারচর পুলিশ, সেনাবাহিনী, আনসার ও ভিডিপি সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষ যেন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মানে। এছাড়াও নারী ভিডিপি সদস্যরা টিকা নিতে আসা মহিলাদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছে। এদিকে করোনার গণটিকা কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটি এবং নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের ৩টি টিম টিকা প্রদানে সহযোগিতা করতে দেখা গেছে।