॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
পারিবারিক কলহের জেরে রাঙামাটির নানিয়ারচরে বিষপানে আত্মহনন করেছে খুকুমনি খীসা (৩৪) নামের এক যুবক। সে নানিয়ারচর সদর ইউনিয়নের কাউন্সিল পাড়া এলাকার মনোকুমার খীসার ছেলে।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে ফসলের পোকা মারা বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে সে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্য ও প্রতিবেশিরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাঙামাটি প্রেরণ করে। পরে সে রাঙামাটি জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করে। স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. হানিফ জানায়, খুকুমনি খীসা কে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই প্রাণ হারায় সে।