॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ও পাতাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান।
এসময় নানিয়ারচর থানার ওসি সুজন হালদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এবিষয়ে জানতে চাইলে নির্বাহী অফিসার জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ইতোমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপদে ভোট প্রদান করতে ভোটাররা যাতে কোনরুপ অনাকাঙ্খীত ঘটনার স্বীকার না হন। সেদিক বিবেচনা করে ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করা হয়েছে।